নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১২। নির্বাচন প্রশাসন এবং শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে
সতর্কতা,
(ক) নির্বাচন কমিশনগণকে সতর্কতা,
§ নির্বাচন কমিশনগণ নিকটতম অধীনস্থ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ব্যতীত তাঁদের
অধীনস্থ অফিসাদের আদেশ, অনুরোধ লিখিতভাবে প্রদান করবেন, নতুবা অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
(খ) বিচারককে সতর্কতা,
§ বিচারক জাতি, ধর্ম, বর্ণ, দল ও মত নিরপেক্ষ হবেন, অতীত বা বর্তমান কোনো
কর্মকাণ্ডে বিচারকের যদি মনে হয় তিনি নিরপেক্ষ ছিলেন না বা থাকতে পারছেন না তবে
তিনি নিজ উদ্যোগে নির্বাচনী আদালত থেকে পদত্যাগ করবেন। নতুবা আপিল বিভাগে অভিযোগ
প্রমাণিত হয় তবে তিনি আজীবনের জন্য বিচারক পদ হারাবেন এবং অপরাধী হিসেবে বিবেচিত
হবেন।
(গ) ভোটকেন্দ্রের বাহিরের অফিসার ও নিরাপত্তা টিমকে সতর্কতা,
§ কোনো অফিসার বা নিরাপত্তার টিম নাগরিক বা প্রার্থীর অভিযোগ আইন অনুযায়ী আমলে
না নিলে বা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে এবং নির্বাচনী আদালতে প্রমাণিত
হলে আজীবনের জন্য সরকার চাকরি হারাবেন এবং অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
§ এছাড়া ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ব্যতীত তাঁর অধীনস্থ অফিসাদের আদেশ, অনুরোধ লিখিতভাবে প্রদান করবেন, নতুবা
অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
§ সর্বনিম্ন ৬ মাসের জেল ও ৫ লাখ টাকা জরিমানা।
(ঘ) ভোটকেন্দ্রের ভিতরে অফিসার ও নিরাপত্তা টিমকে সতর্কতা,
§ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও নিরাপত্তার টিম নাগরিক বা প্রার্থীর
আইন অনুযায়ী অভিযোগ আমলে না নিলে বা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করলে এবং
নির্বাচনী আদালতে প্রমাণিত হলে আজীবনের জন্য সরকার চাকরি হারাবেন এবং অপরাধী
হিসেবে বিবেচিত হবেন।
§ সর্বনিম্ন ৬ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানা।
(ঙ) পোলিং এজেন্টদের সতর্কতা,
নিরাপত্তা টিমের জরুরি নম্বর, নির্বাচন কমিশনের হট লাইন নম্বর সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ
হটলাইন সহ নম্বর সংযুক্ত এবং ন্যায় পাওয়ার প্রক্রিয়া, আচরণবিধি, অভিযোগ, অপরাধ ও
শাস্তির বিস্তারিত উল্লেখ করে একটি বই প্রত্যেক পোলিং এজেন্টকে প্রদান
করা হবে।
§ ভোট শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে সাধারণভাবে ভোট কক্ষে উপস্থিত থাকতে হবে, ভোট শুরু হলে সিগনেচার করা যাবে না।
§ ব্যালট বক্স দেখে বক্স খালি থাকলে ওয়াল ব্যানারে সিগনেচার করতে হবে, ভোট গ্রহণ শেষে ভোট সুষ্ঠু হয়েছে এই মর্মে পোলিং এজেন্টকে
ওয়াল ব্যানারে সিগনেচার করতে হবে, এবং ভোট গণনা শেষে ভোট
গণনা সুস্থ হয়েছে এই মর্মে পোলিং এজেন্টকে ওয়াল ব্যানারে সিগনেচার করতে হবে।
উপরোক্ত তিনটি ক্ষেত্রে কোনো অভিযোগ থাকলে সিগনেচার না করে ১ ঘণ্টার মধ্যে
বিস্তারিত অভিযোগ ও অভিযোগ প্রদানের টাইম লিখে এক কপি প্রিজাইডিং অফিসার ও
কেন্দ্রীয় নিরাপত্তা টিমের নিকট প্রদান করতে হবে, পরবর্তীতে
একটি কপি রিটার্নিং কর্মকর্তা বা আদালতে প্রেরণ করতে হবে এবং এই কপির মাধ্যমে ২৪
ঘন্টার মধ্যে নির্বাচন আদালতে মামলা করতে পারবে।
§ পোলিং এজেন্ট উপস্থিত না থাকলে ভোট কক্ষের বিরুদ্ধে পোলিং এজেন্ট আদালতে
অভিযোগ করতে পারবে না, তবে পোলিং এজেন্টকে বাধা প্রদান করলে
নির্বাচন শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে বা ভোট কেন্দ্র থেকে বের করে দিলে তার ১
ঘন্টার মধ্যে নিরাপত্তা টিমকে অভিযোগ করতে হবে। এছাড়া ২৫ হাজার টাকা জামানত রেখে
নির্বাচন আদালতে মামলা করতে পারবে।
§ পোলিং এজেন্ট সিগনেচার না করলে এবং লিখিত অভিযোগ না দিলে কেন্দ্রের প্রিজাইডিং
অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার বাধ্যতামূলক পোলিং এজেন্টের বিরুদ্ধে মামলা
করবে।