আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১১। প্রার্থীদের সর্তকতা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১১। প্রার্থীদের সর্তকতা,

নিরাপত্তা টিমের জরুরি নম্বর, নির্বাচন কমিশনের হট লাইন নম্বর সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ হটলাইন সহ নম্বর সংযুক্ত এবং ন্যায় পাওয়ার প্রক্রিয়া, আচরণবিধি, অভিযোগ, অপরাধ ও শাস্তির বিস্তারিত উল্লেখ করে একটি বই প্রত্যেক প্রার্থীকে প্রদান করা হবে।

(ক) প্রার্থীদের জন্য আচরণবিধি, অপরাধ ও শাস্তি,

(১) অনুমতি প্রাপ্ত সভা, শোভাযাত্রা, মিছিল, র‍্যালি ব্যতীত প্রার্থীর অংশগ্রহণ অপরাধ হিসেবে বিবেচিত হবে।

(২) নির্বাচনে নির্দিষ্ট অর্থের অতিরিক্ত অর্থ ব্যয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

(৩) পোস্টারে প্রার্থীর নিজের তথ্য ব্যতীত অন্য কোনো ব্যাক্তির ছবি বা নাম বা তথ্য ছাপাতে পারবেন না। একটি পোস্টার বা লিফলেটের উভয় পাশে প্রার্থীর তথ্য ছাপাইতে হবে

(৪) যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা সোডাউনে অংশগ্রহণ প্রার্থীর অপরাধ হিসেবে সাব্যস্ত হবে

(৫) প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী এবং আঘাত করলে অঙ্গহানি বা মাথা ফাটে এমন কিছু নিয়ে সভা, মিছিল বা সমাবেশে অংশগ্রহণ প্রার্থীর অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  ধর্মীয় উপাসনালয়ে বা ধর্মীয় অনুষ্ঠানে প্রচারণা করলে প্রার্থীর অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  রাত ৮টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার প্রচার প্রচারণায় যুক্ত হওয়া প্রার্থীর অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  কোমল পানীয়, খাদ্য, অর্থ-সম্পদ বা কোনো প্রকার উপঢৌকন প্রদান গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে যেমন, চা-বিস্কিট, পান-সিগারেট, ভোটকেন্দ্রে আসা যাওয়ার ব্যবস্থা, ক্যাপ, গেঞ্জি, অর্থ-সম্পদ, গাড়ি বা মোটরসাইকেল বা তেল, ইত্যাদি প্রদান করা

§  লিঙ্গ, বর্ণ, সাম্প্রদায়িকতা ও ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান প্রার্থীর অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  নির্বাচনকালীন সময়ে সমর্থকদের ধর্মীয় আবেগ বা উস্কানি দিয়ে আহ্বান অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  উপরোক্ত অসদাচরণ করলে সর্বনিম্ন ৬ মাসের জেল অথবা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

§  প্রার্থী ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করতে পারবে, তবে ভোট কক্ষে প্রবেশ করতে পারবে না

§  প্রার্থী ভোটকেন্দ্রে অপ্রয়োজনে অবস্থান করতে পারবেন না এবং ভোট গণনার সময় ভোট কেন্দ্র থেকে ১৫০ মিটারের মধ্যে অবস্থান করতে পারবে না

§  নির্বাচন আদালতে লিখিত অভিযোগ প্রদানের পূর্বে ভোট প্রক্রিয়া বা ভোট গণনা বা ভোটের রেজাল্ট সম্পর্কে জন সম্মুখে কোনো নেতিবাচক মন্তব্য অপরাধ হিসেবে বিবেচিত হবে

§  কোনো প্রার্থী কেন্দ্রের ভিতরে উপরোক্ত অসদাচরণ করলে প্রার্থিতা বাতিল সহ সর্বনিম্ন ৬ বছরের জেল অথবা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

§  প্রার্থী কেন্দ্রের ভিতরে উপরোক্ত অসদাচরণ নির্বাচন শেষ হওয়ার ৩ মাসের মধ্যে অভিযুক্ত হলে এবং পরবর্তীতে প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল সহ সর্বনিম্ন ৬ মাসের জেল অথবা ৫০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।