নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৫। ওয়াল সিট
(ব্যানার),
(১) প্রতিটি ভোটকক্ষে ওয়াল
সিট (ব্যানার) থাকবে, সিসি ক্যামেরায় ব্যানারের
লেখা ও ছবি স্পষ্ট দেখা ও পড়া যায় এমন সাইজ থাকবে। একটি পদের জন্য একটি ওয়াল ব্যানার থাকবে, একাধিক পদের জন্য একাধিক ওয়াল ব্যানার
থাকবে।
(ক) প্রথম কলামে প্রার্থীদের নাম ও মার্কা থাকবে,
(খ) পরবর্তী কলামে প্রার্থীদের নাম ও মার্কা বরাবর পোলিং এজেন্টদের নাম ও ছবি থাকবে,
(গ) পরবর্তী কলামে ব্যালট বক্স খালি এই মর্মে পোলিং এজেন্টদের সিগনেচার ব্লক থাকবে,
(ঘ) পরবর্তী কলামে সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে এ মর্মে পোলিং এজেন্টদের সিগনেচার ব্লক
থাকবে,
(ঙ) পরবর্তী কলামে পিজাইডিং অফিসার কর্তৃক প্রাপ্ত ভোট সংখ্যা লেখার ব্লক থাকবে,
(চ) পরবর্তী কলামে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই মর্মে পোলিং এজেন্টদের সিগনেচার ব্লক
থাকবে।
(২) পোলিং এজেন্টরা প্রতিটি
ক্ষেত্রে নির্দিষ্ট সময় সময় সিগনেচার করবে নতুবা সাথে সাথে বিস্তারিত
কারণ লিখে অভিযোগ প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রদান
করবে। সিগনেচার নতুবা অভিযোগ তৃতীয় কিছু থাকবে না, সিগনেচার
বা অভিযোগ না করলে গুরুতর শাস্তি মূলক অপরাধ হবে।