আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৩। ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদের কার্যাবলী
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। ইউনিয়ন কাউন্সিল কার্যপরিষদের কার্যাবলী

(১.১) কার্যপরিষদ ইউনিয়নে পার্টির অভিভাবক রূপে দায়িত্ব ও কর্তব্য পালন করিবেন ইউনিয়ন কার্যপরিষদের অধীন ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটি হইবে

(১.২) সরাসরি বা ভার্চুয়াল সপ্তাহে অন্তত একটি বৈঠক অনুষ্ঠিত হইবে,তবে দুটি বৈঠকের মধ্যে সর্বোচ্চ ১৫ দিনের অধিক গ্যাপ থাকিবে না

(১.৩) ইউনিয়ন ও ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের তদারকী, সমন্বয় সাধন করা ও অন্তর্দ্বন্দ্ব মেটাবে

(১.৪) ইউনিয়ন বা ওয়ার্ড কার্যনির্বাহী কমিটির সুপারিশে সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে

(১.৫) কোনো কমিটির সদস্যের বিরুদ্ধে অভিযোগ ১৫ কর্ম দিবসের মধ্যে যাচাই-বাছাই করিয়া সত্য হইলে অপসারণের ক্ষেত্রে উপজেলা কাউন্সিলে প্রস্তাব প্রেরণ করিতে পারিবেন

(১.৬) পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কার্যকলাপের তদারক, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করিবে

(১.৭) ঊর্ধ্বতন কমিটির নির্দেশে অন্যান্য কর্তব্য ও দায়িত্ব পালন করিবে এবং কাউন্সিলের সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করিবে

(১.৮) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা প্রয়োজনে সরাসরি ইউনিয়ন পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক পরুষ কার্যপরিষদ আহ্বান করিবেন

(১.৯) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা প্রয়োজনে সরাসরি ইউনিয়ন পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক মহিলা কার্যপরিষদ আহ্বান করিবে

(১.১০) যেকোনো সময় সাতদিনের নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করিবে, প্রয়োজনবোধে ২ দুইদিনের নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করা যাইবে

(১.১১) কার্যপরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোরাম পূর্ণ হইবে

(১.১২) ইউনিয়ন কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি গঠন করিতে পারিবে

(১.১৩) উপ- কমিটিসমূহে দলের সদস্য নন অথচ বিশেষ ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে

(১.১৪) অঙ্গসংগঠনের সহিত সমন্বয়ে রাখিবেন, পার্টির কর্মসূচি বাস্তবায়নে উদ্বুদ্ধ করিবেন এবং তাঁহাদের পরামর্শ বিবেচনা বা পর্যালোচনা করবেন

(১.১৫) ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটি অর্থের হিসাব গ্রহণ ও যথাযথ ব্যয় অনুমোদন করিবে

(১.১৬) পার্টির সম্পদের যথাযথ ব্যবহার এবং যাথযথ উপ-কমিটির মাধ্যমে পার্টির অর্থ-সম্পদের হিসাব গ্রহণ ও ব্যয় পরীক্ষা-নিরীক্ষা করিবেন এবং রিপোর্ট উপদেষ্টা পরিষদে প্রদান করিবেন

(১.১৭) ঊর্ধ্বতন কমিটির বা পার্টির সিদ্ধান্ত বা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করিতে ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটিকে পরামর্শ প্রদান ও সহযোগিতা করিবে

(১.১৮) সদস্যদের মাসিক ফি উত্তলনে ও বকেয়া চাঁদা আদায়ে বিভিন্ন কর্মসূচি এবং ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের কার্যনির্বাহী পার্টির মূল্যায়ন ও পর্যবেক্ষণমূলক কর্মকাণ্ড পরিচালনা করিবে এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পার্টি ও জনকল্যাণে উৎসাহ মূলক বিভিন্ন কর্মসূচি প্রদান করিবে

(১.১৯) ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের কাজে স্বীকৃতি প্রদান করিয়া প্রচারের মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করিবে

(১.২০) পার্টি কর্তৃক ইউনিয়নে সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে ইউনিয়নের কৃতি সন্তান, অনুপ্রেরণামূলক কাজ, ‘সদস্যদের সাফল্য, লেখা, গবেষণা ও উদ্ভাবন’, ইউনিয়নে পার্টির কার্যক্রম, সিদ্ধান্ত, কর্মসূচি সহ পার্টির বক্তব্য, বিবৃতি, মন্তব্য, প্রকাশনা, সহায়ক তথ্য- উপাত্ত ও পরিসংখ্যান প্রকাশের ব্যবস্থা ও তদারকি করিবেন