আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
২। উপজেলা কাউন্সিল কার্যপরিষদের নির্বাচন
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১। উপজেলা কাউন্সিল কার্যপরিষদ নির্বাচন,

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ১০ দিনের মধ্যে উপজেলা পার্টি অফিসে ‘ইনস্ট্যান্ট রান-অফ টপ সেভেন’ পদ্ধতিতে নির্বাচন হবে।

Ø  পার্টির সমর্থনে নির্বাচিত উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্য হতে তাঁদের ভোটে নির্বাচিত হবেন,

১.১ যিনি প্রথম পছন্দে থাকবেন তিনি সাধারণ সম্পাদক-১ হবেন।

১.২ যিনি পরবর্তী দ্বিতীয় পছন্দে থাকবেন তিনি সাধারণ সম্পাদক-২ হবেন।

১.৩ যিনি পরবর্তী তৃতীয় পছন্দে থাকবেন তিনি যুগ্ম সাধারণ সম্পাদক-১ হবেন।

১.৪ যিনি পরবর্তী চতুর্থ পছন্দে থাকবেন তিনি যুগ্ম সাধারণ সম্পাদক-২ হবেন।

১.৫ যিনি পরবর্তী পঞ্চম পছন্দে থাকবেন তিনি সম্পাদক-১ হবেন।

১.৪ যিনি পরবর্তী ষষ্ঠ পছন্দে থাকবেন তিনি সম্পাদক-২ হবেন।

১.৫ যিনি পরবর্তী সপ্তম পছন্দে থাকবেন তিনি সহ সম্পাদক-১ হবেন।

কোনো পদে সমভোট হলে, পার্টির সদস্য পদে (একটানা) জেষ্ঠ্যতার ভিত্তিতে মনোনীত হবেন এবং অন্যজন ক্রমিক অনুযায়ী পরবর্তী পদে মনোনীত হবেন। নিষ্পত্তি না হলে, লটারির মধ্যমে পদে মনোনীত হবেন।

উপজেলা কাউন্সিল কার্যপরিষদ পদে পদাধিকার বলে দায়িত্বপ্রাপ্ত হবেন, কাজেই পদ থেকে পদত্যাগ বা সাময়িক বরখাস্ত বা বরখাস্ত বা পদ শূন্য হলে কার্যপরিষদ পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হবেন।