নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
'প্রধানমন্ত্রী,
প্রধান প্রতিমন্ত্রী আঞ্চলিক নারী ও পুরুষ কাউন্সিল কার্যপরিষদের উপদেষ্টা হইবেন এবং
সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আঞ্চলিক নারী ও পুরুষ কাউন্সিল কার্যপরিষদের
সাধারণ সম্পাদক হইবেন'
১.১ চেয়ারম্যান, পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক পরিষদের
চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সভাপতি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন
করিবেন।
১.২ ভাইচ-চেয়ারম্যান, পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক ভাইচ
চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি-১ ভারপ্রাপ্ত দায়িত্ব
পালন করিবেন।
১.৩ সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়) পার্টির সমর্থনে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী
ও উপমন্ত্রী, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক-১-১২ ভারপ্রাপ্ত
দায়িত্ব পালন করিবেন।
১.৪ যুগ্ম সাধারণ সম্পাদক (নির্দিষ্ট নয়) পার্টির সমর্থনে নির্বাচিত আঞ্চলিক পরিষদের
আঞ্চলিক সদস্য, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-১-১৬
ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করিবেন।
১.৫ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির সমর্থনে নির্বাচিত জেলায় আঞ্চলিক
চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সম্পাদক-১-২৪ ভারপ্রাপ্ত দায়িত্ব
পালন করিবেন।
১.৬ সহ সম্পাদক (নির্দিষ্ট নয়), পার্টির সমর্থনে নির্বাচিত জেলায় অঞ্চলের
ভাইচ চেয়ারম্যান, না থাকিলে আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক-১-৩২ ভারপ্রাপ্ত
দায়িত্ব পালন করিবেন।
১.৭ নির্বাহী সদস্য, পদাধিকার বলে আঞ্চলিক ও অঞ্চলের সকল আঞ্চলিক
কার্যনির্বাহী কমিটিসমূহের সভাপতি ও সহ-সভাপতি।
১.৮ নির্বাহী সদস্য, পদাধিকার বলে আঞ্চলিক ও অঞ্চলের সকল আঞ্চলিক
অঙ্গসংগঠন কমিটিসমূহের সভাপতি ও সহ-সভাপতি।
নারী ও পুরুষ সদস্যদের জন্য সম পদ ও মর্যাদার
ভিন্ন দুটি আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদ থাকিবে।
২।
আঞ্চলিক কাউন্সিল কার্যপরিষদের কার্যাবলী
(২.১) কার্যপরিষদ আঞ্চলিক পার্টির অভিভাবক রূপে দায়িত্ব ও কর্তব্য
পালন করিবেন। আঞ্চলিক কার্যপরিষদের অধীন বিভাগ ও বিভাগের সকল জেলার কার্যনির্বাহী কমিটি হইবে।
(২.২) সরাসরি বা ভার্চুয়াল সপ্তাহে অন্তত একটি
বৈঠক অনুষ্ঠিত হইবে,তবে দুটি বৈঠকের
মধ্যে সর্বোচ্চ ১৫
দিনের অধিক
গ্যাপ থাকিবে না।
(২.৩) বিভাগ ও বিভাগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের তদারকী, সমন্বয় সাধন করা ও অন্তর্দ্বন্দ্ব মেটাবে।
(২.৪) বিভাগ ও বিভাগের কার্যনির্বাহী কমিটির সুপারিশে সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে।
(২.৫) জেলা কাউন্সিলের কোনো সদস্যকে অপসারণের ক্ষেত্রে ১৫ কর্ম দিবসের মধ্যে অভিযোগ যাচাই-বাছাই করিয়া সত্য হইলে আঞ্চলিক কাউন্সিল পদ থেকে বহিষ্কার করিতে পারিবেন। তবে জেলা
পর্যায়ের সদস্যের ক্ষেত্রে অভিযোগ যাচাই-বাছাই করিয়া সত্য হইলে কেন্দ্রীয় কাউন্সিলে প্রেরণ করিবেন।
(২.৬) পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের
কার্যকলাপের তদারক, নিয়ন্ত্রণ ও
সমন্বয় সাধন করিবে।
(২.৭) ঊর্ধ্বতন কমিটির নির্দেশে অন্যান্য
কর্তব্য ও দায়িত্ব পালন করিবে এবং কাউন্সিলের সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করিবে।
(২.৮) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা
প্রয়োজনে সরাসরি আঞ্চলিক পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক পরুষ কার্যপরিষদ আহ্বান করিবেন।
(২.৯) প্রতি দুই মাসে অন্তত একদিন ভার্চুয়াল বা প্রয়োজনে সরাসরি আঞ্চলিক পরুষ ও মহিলা উভয় কাউন্সিলের কার্যপরিষদের বৈঠক মহিলা কার্যপরিষদ আহ্বান করিবে।
(২.১০) যেকোনো সময় চারদিনের
নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করা যাইবে, প্রয়োজনবোধে দুইদিনের নোটিশে কাউন্সিলের বৈঠক আহ্বান করা যাইবে।
(২.১১) কার্যপরিষদের
দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোরাম পূর্ণ হইবে।
(২.১২) আঞ্চলিক কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে যেকোনো বিষয়ে বিভিন্ন অস্থায়ী বা স্থায়ী উপ-কমিটি গঠন করিতে পারিবে।
(২.১৩) উপ-কমিটিসমূহে দলের সদস্য নন অথচ বিশেষ
ক্ষেত্রে পারদর্শী, যোগ্যতা ও
দক্ষতাসম্পন্ন এমন ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যাইবে।
(২.১৪) অঙ্গসংগঠনের সহিত সমন্বয়ে রাখিবেন, পার্টির কর্মসূচি বাস্তবায়নে উদ্বুদ্ধ করিবেন এবং তাঁহাদের পরামর্শ
বিবেচনা বা পর্যালোচনা করিবে।
(২.১৫) বিভাগ ও বিভাগের সকল জেলার কার্যনির্বাহী কমিটির অর্থের হিসাব গ্রহণ ও যথাযথ ব্যয় অনুমোদন করিবে।
(২.১৬) পার্টির সম্পদের যথাযথ ব্যবহার এবং যাথযথ
উপ-কমিটির মাধ্যমে পার্টির অর্থ-সম্পদের হিসাব গ্রহণ ও ব্যয় পরীক্ষা-নিরীক্ষা
করিবেন এবং রিপোর্ট উপদেষ্টা পরিষদে প্রদান করিবেন।
(২.১৭) ঊর্ধ্বতন কমিটির বা পার্টির সিদ্ধান্ত বা
কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করিতে বিভাগ ও বিভাগের সকল জেলার কার্যনির্বাহী কমিটিকে পরামর্শ
প্রদান ও সহযোগিতা করিবে।
(২.১৮) সদস্যদের মাসিক ফি উত্তলনে ও বকেয়া চাঁদা
আদায়ে বিভিন্ন কর্মসূচি এবং বিভাগ ও বিভাগের সকল জেলার কার্যনির্বাহী পার্টির
মূল্যায়ন ও পর্যবেক্ষণমূলক কর্মকাণ্ড পরিচালনা করিবে এবং বিভাগ ও জেলা পর্যায়ে পার্টি ও জনকল্যাণে উৎসাহ মূলক
বিভিন্ন কর্মসূচি প্রদান করিবে।
(২.১৯) বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের কাজে
স্বীকৃতি প্রদান করিয়া প্রচারের মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করিবে।
(২.২০) পার্টি কর্তৃক বিভাগে সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন এবং সোশ্যাল
মিডিয়া ও ওয়েবসাইটে বিভাগের কৃতি সন্তান, অনুপ্রেরণামূলক কাজ, ‘সদস্যদের
সাফল্য, লেখা, গবেষণা ও উদ্ভাবন’, আঞ্চলিক পার্টির
কার্যক্রম, সিদ্ধান্ত, কর্মসূচি সহ পার্টির বক্তব্য, বিবৃতি, মন্তব্য, প্রকাশনা, সহায়ক তথ্য- উপাত্ত ও পরিসংখ্যান প্রকাশের ব্যবস্থা ও তদারকি করিবেন।