আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪৮চ। জাতীয় পরিষদের সদস্য
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

(১) জাতীয় পরিষদের মুখ্য সদস্য,

(ক) রাষ্ট্রপতি-সভাপতি,

(খ) প্রধানমন্ত্রী,

(গ) স্পিকার সহ-সভাপতি,

(ঘ) সহযোগী দলের নেতা,

(ঙ) প্রধান বিচারপতি,

(চ) ন্যায়পাল,

(ছ) প্রধান নির্বাচন কমিশনার,

(জ) বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান,

(ঝ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান,

(ঞ) সেনা বাহিনীর প্রধান (ফিল্ড মার্শাল, না থাকলে জেনারেল),

(ট) পুলিশ প্রধান,

(ঠ) জাতীয় পরিষদ ও জনপ্রশাসন বিভাগের সিনিয়র সচিব,

(ড) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালক,

(ঢ) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,

(দ) অ্যাটর্নি জেনারেল,

(ণ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান,

(ত) বাংলাদেশ ব্যাংকের গভর্নর,

(থ) তথ্য ও সম্প্রচার মহাপরিচালক,

খন্ডকালীন (অস্থায়ী) সদস্য,

(দ) বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ র‍্যাংকিং’এ থাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি।

(ধ) বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ র‍্যাংকিং’এ থাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি।

(ন) বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ র‍্যাংকিং’এ থাকা জেনারেল বিশ্ববিদ্যালয়ের ভিসি।

(প) বাংলাদেশে শীর্ষ (প্রথম) র‍্যাংকিং’এ থাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।

(ফ) বাংলাদেশে শীর্ষ (প্রথম) র‍্যাংকিং’এ থাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।

(ভ) বাংলাদেশে শীর্ষ (প্রথম) র‍্যাংকিং’এ থাকা জেনারেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।

 

(২) জাতীয় পরিষদের গৌণ সদস্য,

(ক) ডেপুটি স্পিকার (১জন),

(খ) উপপ্রধানমন্ত্রী (১জন),

(খ) মন্ত্রীপরিষদ,

(গ) সহযোগী দলের উপনেতা (১জন),

(ঘ) আপিল বিভাগের বিচারপতি (৯জন),

(ঙ) অতিরিক্ত ন্যায়পাল (১৪ জন),

(চ) অন্যান্য নির্বাচন কমিশনার (১০জন),

(ছ) বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য (৯ জন),

(জ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য (১৭ জন),

(ঝ) নৌ ও বিমান বাহিনীর প্রধান (১ জন করে),

(ঞ) সিনিয়র সচিব সমমর্যাদাসম্পন্ন (২২ জন),

(ট) জেনারেল, সেনা প্রধান হইলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং সমমর্যাদাসম্পন্ন, না থাকলে রিয়াল অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল (যোগ্যতা অনুযায়ী),

(ঠ) অতিরিক্ত আইজিপি গ্রেড-১ সমমর্যাদাসম্পন্ন (১৮ জন),

(ড) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অতিরিক্ত মহাপরিচালক (৮ জন),

(ঢ) অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (৯ জন),

(ণ) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (৮জন),

(ত) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (৯জন),

(থ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (৮জন),

(দ) তথ্য ও সম্প্রচার উপ-মহাপরিচালক (৬জন),

খন্ডকালীন (অস্থায়ী) সদস্য,

(ধ) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে দশমতম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং র‌্যাঙ্কিংয়ে প্রথম মেডিকেলের বিশ্ববিদ্যালয়ের ভিসি উপদেষ্টা গৌণ সদস্য হবেন।

(ন) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে দশমতম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং র‌্যাঙ্কিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি উপদেষ্টা গৌণ সদস্য হবেন।

(প) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে দশমতম জেনারেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, এবং র‌্যাঙ্কিংয়ে প্রথম জেনারেল বিশ্ববিদ্যালয়ের ভিসি উপদেষ্টা গৌণ সদস্য হবেন।

(ফ) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশমতম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।

(ব) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশমতম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।

(ভ) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে দশমতম জেনারেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইস প্রেসিডেন্ট।