নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
(১) নাগরিকতন্ত্রের জাতীয় সঙ্গীত [
"ধন-ধান্য পুষ্পে ভরা" এই গানটির
“চন্দ্র সূর্য গ্রহ তারা,
……………… যেন এই দেশেতে মরি” ]১
(২) নাগরিকতন্ত্রের জাতীয়
পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত৷
(৩) নাগরিকতন্ত্রের জাতীয়
প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার
শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরসংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷
(৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে
জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে৷
“১। “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ।”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা,
ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"