আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
তফসিল
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

তফসিল,

(১) প্রথম তফসিল [৪৭ অনুচ্ছেদ] অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।

(২) দ্বিতীয় [১১৯ অনুচ্ছেদ] [...] নির্বাচন বিভাগ “১। রাষ্ট্রপতি

(৩) তৃতীয় তফসিল [১৪৮ অনুচ্ছেদ] শপথ ও ঘোষণা।

(৪) চতুর্থ তফসিল [১৫০ অনুচ্ছেদ] ক্রান্তি কালীন ও অস্থায়ী বিধানাবলী।

(৫) পঞ্চম তফসিল [১৫০ অনুচ্ছেদ] [৩ই আগস্ট ২০২৪-শে ছাত্র-জনতার মুক্তির ঘোষণা।]“১। ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়া ঐতিহাসিক ভাষণ

(৬) ষষ্ঠ তফসিল [১৫০ অনুচ্ছেদ] [জিয়াউর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা।] “১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(৭) সপ্তম তফসিল [১৫০ অনুচ্ছেদ] ১৯৭১ সালে ১০ই এপ্রিল তারিখে [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকারের] জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। “১। মুজিবনগর সরকার

(৮) অষ্টম তফসিল [৪৮ক অনুচ্ছেদ] জাতীয় পরিষদ।

(৯) নবম তফসিল [১৩৩ অনুচ্ছেদ] বাংলাদেশ কর্ম বিভাগ।

(১০) দশম তফসিল [১৪৩ অনুচ্ছেদ] উদ্যোক্তা ও সম্পত্তি।

(১১) একাদশ তফসিল [৫৯ অনুচ্ছেদ] স্থানীয় সংস্থা।

(১২) দ্বাদশ তফসিল [ ৪০  অনুচ্ছেদ] শিক্ষা ব্যবস্থা।