নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
(১) প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করিতে এবং অন্যভাবে ইহার কার্যাবলীতে
অংশগ্রহণ করিতে অধিকারী হইবেন, এবং তাঁহার
মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় অবগত ও জবাবদিহিতা করিবেন।
(২) মন্ত্রীর পরামর্শ মন্ত্রীপরিষদে উত্থাপন বা গৃহীত না হইয়া থাকিলে সেই বিষয় ব্যক্ত করিতে পারিবেন; এবং যে সকল বিষয়ে ঐ মন্ত্রণালয়ের মন্ত্রীদের সহিত পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই, সেই বিষয় ব্যক্ত করিতে পারিবেন;
(২) এই
অনুচ্ছেদে "মন্ত্রী" বলিতে
প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী ও
উপ-মন্ত্রী অন্তর্ভুক্ত।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"