নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৭৫। কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি
(১) এই
সংবিধান-সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী-বিধি-দ্বারা এবং অনুরূপ বিধি
প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী-বিধি-দ্বারা সংসদের
কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হইবে;
[...]১
(২) এই
সংবিধান-সাপেক্ষে তিনটি পদ্ধতিতে উপস্থিত সংসদ-সদস্যদের ভোটে সংসদে বিল বা সিদ্ধান্ত গৃহীত হইবে, সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না,
(ক) সাধারণ ভোট বা সংখ্যাগরিষ্ঠ ভোট বা মৌখিক ভোট, তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্রে সভাপতি নির্ণায়ক ভোট
প্রদান করিবেন;
(খ) বিভক্তি ভোট বা লিখিত সমর্থন যাহাতে সংসদে পাঁচটি শ্রেণীর
প্রত্যেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে ভোট হইবে এবং সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর সমর্থন নির্ণায়ক হইবে;
তবে সমসংখ্যক শ্রেণীর সমর্থন হইলে, সকল শ্রেণীর
মোট ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন নির্ণায়ক হইবে; তবুও সমসংখ্যক
ভোটের ক্ষেত্রে সভাপতি নির্ণায়ক ভোট প্রদান করিবেন;
(গ) সুপ্রিম ভোট বা অখণ্ড ভোট বা লিখিত সমর্থন, যাহাতে সংসদে পাঁচটি শ্রেণীর প্রত্যেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত সদস্যদের
মধ্যে ভোট হইবে, এবং
প্রত্যেকটি শ্রেণীতেই অন্তর্ভুক্ত সাংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে। একটি
শ্রেণীতে সমসংখ্যক
সাংসদের সমর্থনের ক্ষেত্রে সভাপতি নির্ণায়ক ভোট প্রদান
করিবেন। তবে একাধিক শ্রেণীতে সমসংখ্যক সমর্থনের ক্ষেত্রে বিল বা সিদ্ধান্তটি
পুনরায় পর্যালোচনার
জন্য ফেরত দিবেন।
(৩) প্রধানমন্ত্রী, না থকিলে
উপ-প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কোনো
সিদ্ধান্ত সভাপতি বিভক্তি ভোটে বা সুপ্রিম ভোটের জন্য
উত্থাপন করিবেন।
(৪) গণভোট ব্যতীত সুপ্রিম ভোটের সকল বিল বা সিদ্ধান্ত জাতীয়
পরিষদ সম্মতি প্রদানে ও রাষ্ট্রপতি মানিতে বাধ্য থাকিবেন।
(৫) তিন-চতুর্থাংশ সংসদ সদস্য সম্মতি প্রদান করিলে রাষ্ট্রপতি গণভোট অনুষ্ঠানে বাধ্য থাকিবেন।
(৬) এই সংবিধান-সাপেক্ষে
সংসদের কোন সদস্যপদ শূন্য রহিয়াছে, কেবল এই কারণে কিংবা
সংসদে উপস্থিত হইবার বা ভোটদানের বা অন্য কোন কার্যধারায় অংশগ্রহণের অধিকার থাকা
সত্ত্বেও কোন ব্যক্তি অনুরূপ কার্য না করিয়া থাকিলে, কেবল
এই কারণে সংসদের কোন কার্যধারা অবৈধ হইবে না।
(৭) সংসদের বৈঠক চলাকালে কোন
সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা [এক-চতুর্থাংশ]২ কম বলিয়া
যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন এক-চতুর্থাংশ সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুলতবী
করিবেন।
“১। (খ) উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের
সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে সমসংখ্যক
ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না এবং”,”২। ষাট”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"