আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫৯। স্থানীয় সংস্থা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৫৯। স্থানীয় সংস্থা 

(১) আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত [প্রতিষ্ঠানসমূহ নাগরিকতন্ত্রের প্রত্যেক স্থানীয় সংস্থার অন্তর্ভুক্ত হইবে।]

(২) এই সংবিধান ও সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করিবেন, এই অনুচ্ছেদের (১) দফায় উল্লিখিত অনুরূপ প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত [স্থানীয় সংস্থা] মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে:

(ক) [জনপ্রতিনিধি ও নাগরিকতন্ত্রে ] কর্মকর্তা-কর্মচারীদের কার্য;

(খ) জনশৃংখলা রক্ষায় সহযোগীতা;

(গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন-সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহযোগীতা।

(৩) নাগরিকতন্ত্রের জাতীয় সংসদ গঠনের মৌলিক ভিত্তির একাংশ হইবে স্থানীয় সংস্থার তৃণমূল পর্যায়ের সর্বনিম্ন ইউনিট

(৪) স্থানীয় সংস্থা প্রতিষ্ঠা, নির্বাচন, শপথ, কার্যবলি, দায়িত্ব ও কর্তব্য, মেয়াদ, পদত্যাগ ও অপসারণ, এবং পদমর্যাদাএই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।

“১। উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে”, “২। প্রশাসনিক এককাংশের”, “৩। প্রশাসন ও সরকারী



০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"