নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১০৩। আপীল বিভাগের এখতিয়ার
(১) হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রী, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল শুনানীর ও তাহা নিষ্পত্তির এখতিয়ার আপীল বিভাগের থাকিবে।
(২)
হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রী, আদেশ বা
দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল বিভাগের নিকট সেই ক্ষেত্রে অধিকারবলে আপীল করা যাইবে,
যে ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ
(ক) এই
মর্মে সার্টিফিকেট দান করিবেন যে, মামলাটির সহিত এই
সংবিধান-ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রহিয়াছে; অথবা
(খ) কোন
মৃত্যুদণ্ড বহাল করিয়াছেন কিংবা কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে
দণ্ডিত করিয়াছেন; অথবা
(গ) উক্ত বিভাগের অবমাননার জন্য কোন ব্যক্তিকে দণ্ডদান করিয়াছেন; এবং
সংসদে আইন-দ্বারা যেরূপ বিধান করা হইবে, সেইরূপ
অন্যান্য ক্ষেত্রে।
(৩)
হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রী, আদেশ বা
দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলায় এই অনুচ্ছেদের (২) দফা প্রযোজ্য নহে, কেবল আপীল বিভাগ আপীলের অনুমতিদান করিলে সেই মামলায় আপীল চলিবে।
(৪) সংসদ
আইনের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে, এই অনুচ্ছেদের
বিধানসমূহ হাইকোর্ট বিভাগের প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য, অন্য
কোন আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তাহা সেইরূপ প্রযোজ্য হইবে।
(৫) হাইকোর্ট বিভাগের অনুরোধে,
(ক) মামলা মীমাংসা করিতে আপিল বিভাগ সহযোগীতা করিবে, অথবা
(খ) আপিল বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে
প্রতীয়মান হয় যে, হাইকোর্ট বিভাগে বিচারাধীন কোনো মামলায় এই
সংবিধানের ব্যাখ্যা-সংক্রান্ত আইনের এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এমন
জন-গুরুত্বসম্পন্ন বিষয় জড়িত রহিয়াছে, তাহা হইলে আপিল বিভাগ
হাইকোর্ট বিভাগ হইতে মামলাটি প্রত্যাহার করিয়া লইবেন এবং
(অ) স্বয়ং মামলাটির মীমাংসা করিবেন; অথবা
(আ) উক্ত আইনের প্রশ্নটির নিষ্পত্তি করিবেন
এবং উক্ত প্রশ্ন সম্বন্ধে আপিল বিভাগের রায়ের নকলসহ হাইকোর্ট বিভাগে মামলাটি ফেরৎ
পাঠাইবেন এবং তাহা প্রাপ্ত হইবার পর হাইকোর্ট বিভাগ উক্ত রায়ের সহিত সঙ্গতিরক্ষা
করিয়া মামলাটির মীমাংসা করিতে প্রবৃত্ত হইবেন।
(৬) যুগ বা সময়ের চাহিদায় পরিবর্তীত রায় বা আদেশ ব্যতীত
হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দন্ডাদেশ আপিল বিভাগে পরিবর্তন হইলে হাইকোর্ট বিভাগের ঐ মামলার
বিচারক বা বিচারকদের তিরস্কার মূলক শাস্তির ব্যবস্থা করিবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"