নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি
বিদেশের সহিত সম্পাদিত সকল
চুক্তি জাতীয় পরিষদের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট
পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেনঃ
তবে শর্ত থাকে যে, জাতীয়
নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরুপ কোন চুক্তি জাতীয় পরিষদের
গোপন বৈঠকে এবং সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।
তবে আরও শর্ত
থাকে যে, জাতীয় নিরাপত্তার অতি গুরুত্বপূর্ণ কোন চুক্তি কেবলমাত্র রাষ্ট্রপতি, স্পিকার,
প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতার গোপন বৈঠকে পেশ করা হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"