নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৫২। রাষ্ট্রপতির অভিশংসন
(১) এই সংবিধান লংঘন বা শপথ ভঙ্গ বা গুরুতর অসদাচরণের অভিযোগে
রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যাইতে পারিবে; ইহার জন্য [জাতীয় পরিষদের দুই-তৃতীয়াংশ মুখ্য
সদস্য বা সংসদের
একাধিক শ্রেণীর অন্তর্গত ১০%]১
সদস্যের স্বাক্ষরে
অনুরূপ অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট
প্রদান করিতে হইবে;
স্পীকারের নিকট অনুরূপ নোটিশ প্রদানের দিন হইতে চৌদ্দ দিনের
পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হইতে পারিবে না; এবং জাতীয় পরিষদ ও সংসদ অধিবেশনরত না থাকিলে স্পীকার অবিলম্বে তাহা আহবান করিবেন।
(২) এই অনুচ্ছেদের
অধীন কোনো অভিযোগ তদন্তের জন্য জাতীয় পরিষদ ও সংসদ কর্তৃক নিযুক্ত বা আখ্যায়িত কোন
আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের নিকট সংসদ রাষ্ট্রপতির আচরণ গোচর করিতে
পারিবেন।
(৩)
অভিযোগ-বিবেচনাকালে রাষ্ট্রপতির উপস্থিত থাকিবার এবং প্রতিনিধি-প্রেরণের অধিকার
থাকিবে।
(৪) অভিযোগ-বিবেচনার পর,
[(ক)জাতীয় পরিষদ কর্তৃক অভিশংসনের সিদ্ধান্ত,
১ম ধাপে, জাতীয় পরিষদের তিন-চতুর্থাংশ সদস্যের লিখিত
সমর্থনে সিদ্ধান্ত গৃহীত হইলে,
২য় ধাপে, স্পিকার সিদ্ধান্তটি সংসদে উত্থাপন করিবেন এবং
সংসদের বিভক্তি ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ সিদ্ধান্ত গ্রহণ করিলে। অথবা
(খ) সংসদ সদস্য কর্তৃক অভিশংসনের সিদ্ধান্ত,
১ম ধাপে, সংসদের বিভক্তি ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ সিদ্ধান্ত গ্রহণ করিলে,
২য় ধাপে, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের লিখিত সমর্থনে অভিযোগ
যথার্থ বলিয়া ঘোষণা করিয়া জাতীয় পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করিলে। অথবা
(গ) সংসদে
সুপ্রিম ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোনো প্রস্তাব গ্রহণ করিলে]২
প্রস্তাব
গৃহীত হইবার তারিখে রাষ্ট্রপতির পদ শূন্য হইবে।
[(৫)]৩
“১। সংসদের মোট সদস্যের
সংখ্যাগরিষ্ঠ অংশের”, “২। মোট সদস্য-সংখ্যার
অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে অভিযোগ যথার্থ বলিয়া ঘোষণা করিয়া সংসদ কোন প্রস্তাব
গ্রহণ করিলে প্রস্তাব”, “৩। (৫) এই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ-অনুযায়ী স্পীকার কর্তৃক রাষ্ট্রপতির
দায়িত্ব-পালনকালে এই অনুচ্ছেদের বিধানাবলী এই পরিবর্তন-সাপেক্ষে প্রযোজ্য হইবে যে,
এই অনুচ্ছেদের (১) দফায় স্পীকারের উল্লেখ ডেপুটি স্পীকারের উল্লেখ
বলিয়া গণ্য হইবে এবং (৪) দফায় রাষ্ট্রপতির পদ শূন্য হইবার উল্লেখ স্পীকারের পদ
শূন্য হইবার উল্লেখ বলিয়া গণ্য হইবে; এবং (৪) দফায় বর্ণিত
কোন প্রস্তাব গৃহীত হইলে স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বিরত হইবেন।”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"