নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১২। [ সাম্য (বৈষম্যহীন) ]১
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছে, এবং বৈষম্য
বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা জুলাই বিপ্লব ঘটিয়েছে। ফলেত, জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে সবাই বৈষম্যহীন সুযোগ-সুবিধা লাভ করিবে, প্রত্যেক নাগরিক ন্যায্যতার
ভিত্তিতে বৈষম্যহীন ভাবে দক্ষতা অর্জন ও নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাইতে পারে সে ব্যবস্থা নিশ্চিত
করা হইবে, এবং সকল মত ও পথের মানুষের মধ্যে একতা-সমতা সৃষ্টি ও সম্প্রীতির নীতি
বাস্তবায়নের জন্য
(ক) সর্ব প্রকার জাতিগত ও বর্ণগত ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতা;
(খ) রাষ্ট্র কর্তৃক কোন জাতি, বর্ণ ও ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বা কেবল একক জাতি, বর্ণ ও ধর্মের মূল্যবোধের ভিত্তিতে গঠিত দলকে রাজনৈতিক মর্যাদা দান;
(গ) জাতি, বর্ণ ও ধর্মের নাম-আবেগ ব্যবহার করে রাজনৈতি স্বার্থ
বা রাজনৈতিক উদ্দেশ্যে জাতি, বর্ণ ও ধর্মীয়
অপব্যবহার;
(ঘ) কোনো
বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বা তাঁহার ধর্মীয় অনুশাসনে নিষিদ্ধ এমন কাজে বাধ্য করা;
বিলুপ্ত করা হইবে।
“১। ধর্মনিরপেক্ষতা”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"