নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১১৯। নির্বাচন বিভাগের কার্যবলি
(১) পাঁচ বৎসর বয়স থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে।
(ক) প্রতি পাঁচ বৎসর পরপর সত্তর বৎসর বয়স পর্যন্ত
ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে ছবি হালনাগাদ করা হইবে এবং সংসদ আইনের দ্বারা নাগরিকত্ব প্রদান ও
বাতিল করা হইবে।
(খ) নারী-পুরুষ ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
সহযোগিতায় যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করিয়া প্রতিনিয়ত
ব্যক্তির শিক্ষাসংক্রান্ত সহ ৩২ ধরনের তথ্য হালনাগাদকরণে
তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা হইবে।
(গ) জাতীয় নির্বাচন, সাধারণ নির্বাচন ও বিশেষ নির্বাচনে ভোটার-তালিকা প্রস্তুতকরণ, এবং বিচার
বিভাগের সহযোগীতায় অভিযোগ নিষ্পত্তি করা হইবে।
(২) এই সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী নিম্নোক্ত জাতীয়, সাধারণ ও বিশেষ নির্বাচন অনুষ্ঠান করা হইবে।
(ক) জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা হইবে,
(অ) রাষ্ট্রপতি নির্বাচন,
(আ) জাতীয় সংসদ নির্বাচন,
(ই) স্পিকার ও ডেপুটি- স্পিকার, মন্ত্রীসভা নির্বাচন,
(ঈ) আঞ্চলিক, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন,
(উ) গণভোট,
(খ) সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা হইবে,
(অ) রাজধানী হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত উদ্যোক্তা ফেডারেশন নির্বাচন,
(আ) রাজধানী হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচন,
(ই) বিশ্ববিদ্যালয় হইতে মাধ্যমিক পর্যন্ত
কেন্দ্রীয় ছাত্র সংসদ ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন,
(ঈ) রাজধানী হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত শ্রম ও শ্রমিক
কল্যাণ ফেডারেশন নির্বাচন,
(উ) রাজধানী হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কো-অপারেটিভ
সোসাইটি বা সমবায় ফেডারেশন নির্বাচন,
(ঊ) রাজধানী হইতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন (সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন),
(গ) বিশেষ নির্বাচন অনুষ্ঠান করা হইবে,
(অ) সুষ্ঠু নির্বাচনে লক্ষ্যে ও গণতন্ত্র
প্রতিষ্ঠায় নিবন্ধিত রাজনৈতিক দলের কেন্দ্র হইতে ওয়ার্ড কমিটি পর্যন্ত নির্বাচন,
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন, আইনজীবী সমিতি
নির্বাচন, শিক্ষক সমিতি নির্বাচন, শিল্পী সমিতি নির্বাচন,
অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচন,
ইত্যাদি দেশের যেকোনো নির্বাচন জন্য নির্বাচন বিভাগে আবেদনের পরিপ্রেক্ষিতে
নির্বাচন অনুষ্ঠান করিবে।
(৩) এই অনুচ্ছেদের দ্বিতীয় দফায় উল্লিখিত নির্বাচনে, একজন
ব্যক্তি একই পদে তিন বারের বেশি প্রার্থী হইতে পারিবেন না বা নির্বাচন কমিশন গ্রহণ
করিবেন না।
(৪) উপরি-উক্ত দফাসমূহে নির্ধারিত দায়িত্বসমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্ব পালন করিবেন।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"