আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১২৩। নির্বাচন-অনুষ্ঠানের সময়
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১২৩। নির্বাচন-অনুষ্ঠানের সময়

(১) জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়,

(ক) রাষ্ট্রপতি নির্বাচন, অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের ঊনত্রিশ তারিখ অনুষ্ঠিত হইবে,

(খ) জাতীয় সংসদ নির্বাচন,

(অ) প্রথম ধাপে, অধিবর্ষ পূর্ববর্তী বৎসর জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অনুষ্ঠিত হইবে,

(আ) দ্বিতীয় ধাপে, একই বৎসর বা অধিবর্ষ পূর্ববর্তী বৎসর ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখ অনুষ্ঠিত হইবে,

(গ) স্পিকার ও ডেপুটি-স্পিকার, মন্ত্রীসভা নির্বাচন একই বৎসর মার্চ মাসের দুই তারিখ সংসদের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হইবে

(ঘ) আঞ্চলিক, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী প্রতি চার বৎসর পরপর নির্বাচন অনুষ্ঠিত হইবে

(ঙ) সুপ্রিম কোর্টের কোনো রায় বা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে বা গণভোটের বিধান অনুযায়ী এই সংবিধানের তফসিল অনুযায়ী যেকোনো সময় গণভোট অনুষ্ঠিত হইবে

(২) সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সময়,

(ক) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রতি বৎসর জানুয়ারি মাস জুড়ে বা সেশন শুরুর এক মাসের মধ্যে অনুষ্ঠিত হইবে, 

(খ) এছাড়া অন্যান্য নির্বাচন এই সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী প্রতি তিন বৎসর পরপর অনুষ্ঠিত হইবে,

(৩) বিশেষ নির্বাচন অনুষ্ঠানের সময়,

(ক) প্রতি দুই বৎসর পরপর অনুষ্ঠিত হইবে, অথবা

(খ) আবেদনে উল্লিখিত সময়ের ভিত্তিতে নির্বাচন কমিশন কর্তৃক প্রদেয় সময়ে এই সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হইবে

(৪) এই সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী জাতীয় ও সাধারণ নির্বাচনের নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

(৫) [কোনো পদের ] মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী ষাট দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে, এবং পদের মেয়াদ যেদিন শেষ হইবে, সেদিনই নব নির্বাচিত সদস্য কার্যভার গ্রহণ করিবেন

তবে শর্ত থাকে যে, [নব নির্বাচিত ব্যক্তি উক্ত পদের মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, কার্যভার গ্রহণ করিবেন না।]

(৬) সংসদ ভাংগিয়া যাইবার, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে পদ শূন্য হইলে পদ শূন্য হইবার পর [পঁয়তাল্লিশ] দিনের মধ্যে, তাহা পূর্ণ করিবার জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে শর্ত থাকে যে,

(ক) কোনো শূন্য পদের মেয়াদ-সমাপ্তির তারিখ একশত বিশ দিনের কম হইলে আইন অনুযায়ী ভারপ্রাপ্ত তাঁহার কার্যভার গ্রহণ করবেন বা নব নির্বাচিত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। অথবা,

(খ) নির্বাচন কমিশনের অনুরোধে রাষ্ট্রপতির সম্মতিতে আইন অনুযায়ী কোনো শূন্য পদের মেয়াদ-সমাপ্তির তারিখ পঁয়তাল্লিশ দিনের বেশি হইলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হইবে

(৭) নির্বাচন কমিশনাগণের অনুরোধে আপিল বিভাগের পরামর্শে রাষ্ট্রপতির সম্মতিতে, যদি কোনো দৈব-দূর্বিপাকের কারণে এই অনুচ্ছেদের নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী [ষাট] দিনের অধিক হইবে না মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে

[...]

(৮) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী [ষাট] দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে

(৯) এই অনুচ্ছেদের (৬ ও ৮) দফা অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দিন বা পরবর্তী দিন শপথ লইয়া কার্যভার গ্রহণ করিবেন।

 

“১। রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে”,“২। যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে”,“৩। নব্বই”,“৪। নব্বই”, “৫। (৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, (ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে; এবং”,“৬। নব্বই”,“ ৭। 


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"