নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৪৫। চুক্তি ও দলিল
(১) নাগরিকতন্ত্রের নির্বাহী
কর্তত্বে প্রণীত সকল চুক্তি ও দলিল রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বলিয়া প্রকাশ করা হইবে
এবং জাতীয় পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি যেরূপ
নির্দেশ বা ক্ষমতা প্রদান করিবেন, তাঁহার পক্ষে সেইরূপ ব্যক্তি কর্তৃক ও সেইরূপ প্রণালীতে
তাহা সম্পাদিত হইবে।
(২) নাগরিকতন্ত্রের নির্বাহী
কর্তৃত্বে কোন চুক্তি বা দলিল প্রণয়ন বা সম্পাদন করা হইলে উক্ত কর্তৃত্বে অনুরূপ চুক্তি
বা দলিল প্রণয়ন বা সম্পাদন করিবার জন্য রাষ্ট্রপতি কিংবা অন্য কোন ব্যক্তি ব্যক্তিগতভাবে
দায়ী হইবেন না, তবে এই অনুচ্ছেদ সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যধারা আনয়নে কোন ব্যক্তির
অধিকার ক্ষুণ্ণ করিবে না।
(৩) জনগণের
জন্য নাগরিকের সহিত বাণিজ্যিক, আবাসিক, সিটি কর্পোরেশন ও পৌর এলাকার ভূমি সংক্রান্ত
চুক্তির শর্ত সংসদ আইনের দ্বারা হইবে এবং জাতীয় পরিষদের অধীনে চুক্তিপত্র বা দলিল
সংরক্ষিত থাকবে।
তবে শর্ত থাকে
যে, এই দফার চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অধীনস্থ প্রত্যেক স্থানীয় সংস্থার চেয়ারম্যান
ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তি হিসাবে দায়বদ্ধ থাকবেন, এবং রাষ্ট্র কর্তৃক
কোনো চুক্তি পরিবর্তন বা অপসারণে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হইবে।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"