নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
১৪২। সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা ও অপরাধ
এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-
(ক) এই সংবিধানের নাগরিকতন্ত্রের সম্পত্তি ও গণভোটের বিধান ব্যতীত সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে,
(অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের [বিভক্তি ভোটে গৃহীত না হইলে এবং অনুরূপ কোন বিলে রাষ্ট্রপতির সম্মতিদানের জন্য তাহা জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে গৃহীত না হইলে রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না ]১ অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;
(ই) সুপ্রিম ভোটে সংসদে গৃহীত হইলে জাতীয় পরিষদে গৃহীত হইবে বা সম্মতি প্রদানে বাধ্য থাকবে।
(খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে [এই সংবিধানের ৮০ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি বিলটিতে সম্মতিদান করিবেন। ]২
(গ) সংসদের আইন-দ্বারা নাগরিকতন্ত্রের সম্পত্তি ও গণভোটের বিধান সংযোজন, পরিবর্তন বা প্রতিস্থাপন দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
তবে শর্ত থাকে যে,
(অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
(আ) সংসদের প্রতিটি শ্রেণীর চার-পঞ্চমাংশ সংসদ সদস্যের লিখিত সম্মতি গৃহীত না হইলে এবং অনুরূপ কোন বিলে রাষ্ট্রপতির সম্মতিদানের জন্য তাহা জাতীয় পরিষদের চার-পঞ্চমাংশ সদস্যের সম্মতিতে গৃহীত না হইলে রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;
(ঘ) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় –
(অ) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে; কিংবা
(আ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে- তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।
(ঙ) কোন ব্যক্তি (ঘ) দফায় বর্ণিত-
(অ) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা
(আ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে- তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে।
(চ) এই অনুচ্ছেদের (ঘ) দফায় বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।
“১। মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে”, “২। উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে”
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"