আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৫৫। মন্ত্রিসভা
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৫৫। মন্ত্রিসভা

(১) [...] বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে; এবং [এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৬) দফা অনুযায়ী মন্ত্রিসভার মন্ত্রণালয়সমূহ এবং দ্বিতীয় তফসিল অনুযায়ী পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রিগণের মৌলিক দায়িত্ব নির্ধারিত থাকিবে।]

            () সংসদে সুপ্রিম ভোটে মন্ত্রীসভামন্ত্রণালয় এবং পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের মৌলিক দায়িত্ব হ্রাস বা বৃদ্ধি করা যাবে

(২) প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রিসভার সভাপতি হইবেন; এবং উপ-প্রধানমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রিসভার সহ-সভাপতি হইবেন এবং [...] প্রধানমন্ত্রী কর্তত্বে মন্ত্রিসভার যথাযথ সদস্য কর্তৃক এই সংবিধান ও আইন অনুযায়ী নাগরিকতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।

(৩) সহযোগী দলের (সংসদে বিরোধী দলকে সহযোগী দল হিসাবে অবিহিত করা হইবে) নেতা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী হইবেন; এবং সহযোগী দলের উপনেতা পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী হইবেন।

(৪) মন্ত্রিসভা যৌথভাবে এবং এই সংবিধান- অনুযায়ী কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার একক সদস্য যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন

[(৪) কেবল পূর্ণমন্ত্রীগণ ভোট অধিকার ক্ষমতা প্রাপ্ত হইবেন, সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে ভোট প্রদানের ক্ষমতা প্রাপ্ত হইবেন; এবং সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে পর্যালোচনায় প্রতিমন্ত্রীগণ মতামত ব্যক্ত করিবেন।]

[(৫) মন্ত্রী পরিষদে দুই-তৃতাংশ পূর্ণমন্ত্রীর লিখিত সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হবে।]

“১। প্রধানমন্ত্রীর নেতৃত্বে”, “২। প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে”, “৩। প্রধানমন্ত্রী কর্তৃক বা”,”৪। ‘এই সংবিধানের ৪৮(ক) অনুচ্ছেদের () দফার (গ) উপদফায় উল্লিখিতএবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না”,”৫। এই সংবিধানের ৪৮(ক) অনুচ্ছেদের () দফার (খ) উপদফায় উল্লিখিত



০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"