আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১২৮। মহা-হিসাব নিরীক্ষক বিভাগের কার্যবলি
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১২৮। হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের কার্যবলি

(১) হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ নাগরিকতন্ত্রের সরকারী হিসাব এবং স্থানীয় সংস্থা, সকল আদালত, জনপ্রতিনিধি, নাগরিকতন্ত্রের কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীর সরকারী হিসাব নিরীক্ষা করিবেন ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্টদান করিবেন এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজনে তাঁহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি নাগরিকতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোন ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার বা অন্য প্রকার সরকারী সম্পত্তি পরীক্ষার অধিকারী হইবেন।

[(২) রাষ্ট্রের সীমানার মধ্যে হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক সম্পর্কিত সকল প্রতিষ্ঠান, বিভাগ, দপ্তর বা সংস্থা মহা হিসাব-নিরীক্ষক বিভাগের অধীন হইবেন, এবং তাদের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ-ক্ষমতা ও রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার এখতিয়ার হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের থাকিবে। ]

(৩) এই অনুচ্ছেদের (১ ও ২) দফায় নির্ধারিত দায়িত্বসমূহ ব্যতীত সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন, মহা হিসাব-নিরীক্ষক বিভাগকে সেইরূপ দায়িত্বভার অর্পণ করিতে পারিবেন এবং এই দফার অধীন বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আদেশের দ্বারা অনুরূপ বিধানাবলী প্রণয়ন করিতে পারিবেন।

(৪) এই অনুচ্ছেদের (১ ও ২) দফার অধীন দায়িত্বপালনের ক্ষেত্রে হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদকে অন্য কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হইবে না, দায়িত্বপালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন

(৫) হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদকে দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন, ও বিচার বিভাগ সহযোগিতা করিবেন।

 

“১। এই অনুচ্ছেদের (১) দফায় বর্ণিত বিধানাবলীর হানি না করিয়া বিধান করা হইতেছে যেআইনের দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোন যৌথ সংস্থার ক্ষেত্রে আইনের দ্বারা যেরূপ ব্যক্তি কর্তৃক উক্ত সংস্থার হিসাব নিরীক্ষার ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দানের ব্যবস্থা করা হইয়া থাকেসেইরূপ ব্যক্তি কর্তৃক অনুরূপ হিসাব নিরীক্ষা ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করা যাইবে


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"