আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
১২৭। মহা হিসাব-নিরীক্ষক বিভাগ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

১২৭। হিসাব-নিরীক্ষও নিয়ন্ত্রণ বিভাগ

(১) বাংলাদেশের একটি হিসাব-নিরীক্ষও নিয়ন্ত্রবিভাগ থাকিবে এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ, ট্রেনিং, অডিট ও একাউন্টিং দপ্তর লইয়া বিভাগের অধীন হইবে,

(২) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (অতঃপর "মহা হিসাব-নিরীক্ষক" নামে অভিহিত) ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষকগণের সমন্বয়ে হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদ গঠিত হইবে এবং মহা হিসাব-নিরীক্ষক সভাপতি ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষকগণ সদস্যরূপে কার্য করিবেন।

(৩) মহা হিসাব-নিরীক্ষক ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষকগণ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন,

(৪) হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদ দায়িত্বপালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের নিকট’ দায়বদ্ধ থাকিবেন

(৫) এই ভাগের অধীন হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ প্রতিষ্ঠা ও তাহার উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য নিজস্ব সচিবালয় থাকবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ পরিচালনা পর্ষদ অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।

তবে শর্ত থাকে যে, হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগ পরিচালনা পর্ষদের সহযোগীতা নিবেন

(৬) বিচার বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত হিসাব-নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ বিভাগের পরিচালনা পর্ষদের কোনো সদস্য অপসারিত হইবেন না।

(৭) মহা হিসাব-নিরীক্ষক ও অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষক পদে নিয়োগ, শপথ, পদের মেয়াদ, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি, পদমর্যাদা, কার্যবলি, দায়িত্ব ও কর্তব্য, এবং অধিকার এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"