নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৪৮ছ। জাতীয় পরিষদের সদস্য পদে প্রার্থীর
অযোগ্যতা, মেয়াদ ও পদত্যাগ,
(১) জাতীয়
পরিষদের সদস্য পদে নিয়োগ প্রার্থী হওয়ার অযোগ্যতা, যদি-
(ক) বাংলাদেশের নাগরিক না হন;
(গ) কোনো উপযুক্ত আদালত তাঁকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করিয়া থাকে;
(ঘ) দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ করিয়া পাঁচ বৎসরকাল
অতিবাহিত না হইয়া থাকে;
(ঙ) দ্বৈত নাগরিকত্ব বা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার
ত্যাগ করিয়া পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে;
(চ) পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিয়া পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া
থাকে;
(ছ) রাষ্ট্রের স্বার্থের হানিকর কোন কার্যকলাপে জড়িত থাকার জন্য
বা রাষ্ট্রের কোন অর্থ বা সম্পত্তির কোন ক্ষতি সাধন বা উহার আত্মসাতের বা অপপ্রয়োগের
জন্য বা অপরাধ বা অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ৫ লাখ
টাকা বা ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর অর্থ প্রদান বা মুক্তিলাভের পর
পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে;
(জ) শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ না হইলে (ওজন, চোখের দৃষ্টি, শ্রবণশক্তি,
হৃদরোগ, হাইপ্রেসার, ফুসফুস, হাঁপানি, ডায়াবেটিস নরমাল না থাকিলে)
(ঝ) মানসিক পরীক্ষায় উত্তীর্ণ না হইলে (নেতিবাচক আসক্তি (সমাজের চোখে), অ্যালজাইমার্স, বাইপোলার,
অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, ওসিডি, ডিমেনশিয়া থাকিলে)
(ঞ) তিনি পদ থেকে পদত্যাগ করলে বা অপসারিত হলে এবং পাঁচ বছরকাল অতিবাহিত না হলে; অথবা
(ট) জনপ্রতিনিধি
বা নাগরিকতন্ত্রের কর্মে কোনো পদে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে এই অনুচ্ছেদের (২) দফার (গ,ঘ ও ঙ) উপদফা অনুযায়ী অযোগ্য হইলে এবং পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।
(২) জাতীয় পরিষদের সদস্য পদ শূন্য
হইবে (অপসারণ/বরখাস্ত পদ্ধতিতে পদ শূন্য
হইবে), যদি-
(ক) নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করিতে
ব্যর্থ হন;
(খ) প্রার্থী দায়িত্ব গ্রহণের পরও উপর্যুক্ত কোনো অযোগ্যতা প্রমাণিত হয়;
(গ) সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি সরকারি
খাত থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকার পরও যদি বিদেশ/প্রাইভেট খাত থেকে জনপ্রতিনিধি
বা নাগরিকতন্ত্রের কর্মী বা তাঁদের পরিবারের সদস্য সেবা গ্রহণ করেন এবং সেবা গ্রহণের
পর ৩০ কর্ম দিবসের মধ্যে নির্দিষ্ট মন্ত্রণালয় বরাবর স্বপ্রণোদিত হয়ে নির্দিষ্ট বিষয়ে
সরকারি স্বাস্থ্য সেবা সম্পর্কে অভিযোগপত্র প্রদান না করেন বা যথাযথ কতৃপক্ষের নিকট কারণ না দর্শান
বা কারণ দর্শালে আইন অনুযায়ী তদন্ত করে যথার্থ না হলে;
(ঘ) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ থাকা সত্ত্বেও যদি বিদেশে (১০০% স্কলারশিপ ব্যতীত) বা প্রাইভেট খাত থেকে জনপ্রতিনিধি
বা নাগরিকতন্ত্রের কর্মী বা তাঁদের পরিবারের সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ব্যতীত
শিক্ষা গ্রহণ করেন এবং কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে জবাব না দিলে বা কারণ দর্শালে
আইন অনুযায়ী তদন্ত করে যথার্থ না হলে।
তবে শর্ত থাকে যে, সামরিক বাহিনী ব্যতীত
জনপ্রতিনিধি ও নাগরিকতন্ত্রের কর্মে ব্যক্তির জন্য বিশেষ স্বাস্থ্য সেবা বা সরকারি
হাসপাতাল বা ক্লিনিক বা বিশেষ সুবিধা থাকিবে না, তেমনি শিক্ষা ক্ষেত্রেও। প্রয়োজনে, সকল বাহিনী
সামরিক বাহিনীর হাসপাতালে
গুরুতর সেবা গ্রহণ করবে।
(ঙ) অন্যান্য সরকারি সেবা নেওয়ার সুযোগ থাকার পরও যদি বিদেশ/বেসরকারি খাত থেকে
জনপ্রতিনিধি বা নাগরিকতন্ত্রের কর্মী বা তাঁদের পরিবারের সদস্য সেবা গ্রহণ করেন এবং
সেবা গ্রহণের পর ৩০ কর্ম দিবসের মধ্যে নির্দিষ্ট মন্ত্রণালয় বরাবর স্বপ্রণোদিত হয়ে
নির্দিষ্ট বিষয়ে সরকারি সেবা সম্পর্কে অভিযোগপত্র প্রদান না করেন বা যথাযথ কতৃপক্ষের নিকট কারণ না দর্শান
বা কারণ দর্শালে আইন দ্বারা তদন্ত করে যথার্থ না হলে;
(চ) মনোনয়নপত্রে উল্লিখিত প্রার্থীর জন্য সর্বোচ্চ নির্বাচনী ব্যয় বা ভোটারপ্রতি
প্রার্থী সর্বোচ্চ ব্যয়ের অতিরিক্ত ব্যয় প্রমাণিত হইলে;
(ছ) মনোনয়নপত্রে প্রার্থীর প্রদেয় নির্বাচনী একাউন্টসমূহ ব্যতীত অন্য কোথাও হতে
নির্বাচনে ব্যয় প্রমাণিত হইলে;
(জ) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করেন কিংবা দাখিলকৃত
হিসাবে অসত্য তথ্য প্রদান করেন; অথবা
(ঝ) বিনা অনুমতিতে দেশ ত্যাগ করেন অথবা অনুমতিক্রমে দেশ ত্যাগের পর সেখানে অননুমোদিতভাবে অবস্থান করেন।
(৩) সংসদ কর্তৃক নির্বাচিত
সদস্য পদের মেয়াদ ও পদত্যাগ,
(ক) এই সংবিধানের
বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি ব্যতীত অন্য সদস্য কার্যভার গ্রহণের তারিখ হইতে অধিবর্ষ পূর্ববর্তী বছর ১ মার্চ পর্যন্ত তাঁহার পদে অধিষ্ঠিত থাকিবেন:
তবে শর্ত
থাকে যে,
পদের মেয়াদ-অবসান হওয়া সত্ত্বেও তাঁহার
উত্তরাধিকারী-কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।
(খ) এক মেয়াদের
আংশিক ও পরবর্তী পূর্ণ দুই-মেয়াদ (<১২ বৎসর) বা সর্বোচ্চ পূর্ণ দুই-মেয়াদের অধিক কোনো পদে একই ব্যক্তি অধিষ্ঠিত
থাকিবেন না।
(গ)
রাষ্ট্রপতি
ব্যতীত অন্য পদ শূন্য
হইবে, যদি-
(অ) মৃত্যুবরণ করেন বা কোনো সময়ে রাষ্ট্রপাতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ
ত্যাগ করেন;
(আ) সংসদ-সদস্য না
থাকেন;
(ই) এই অনুচ্ছেদের (১) দফার (জ ও ঝ)
উপদফা ব্যতীত অন্যান্য
অযোগ্যতা প্রমাণিত হয়;
(ই) এই অনুচ্ছেদের (২) দফার কোনো উপ-দফা সংঘটিত হয়;
(ই) কোনো জাতীয় সংসদ নির্বাচনের পর অন্য কোনো
সদস্য তাঁহার কার্যভার গ্রহণ করেন; অথবা
(ঈ) অভিশংসন বা অপসারণের প্রস্তাব গৃহীত হইলে;
(৪) সংসদ কর্তৃক নির্বাচিত
সদস্য ব্যতীত অন্যান্য মুখ্য সদস্য পদের মেয়াদ ও পদত্যাগ,
(ক) এই সংবিধানের
বিধানাবলী সাপেক্ষে তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসরকাল হইবে, তবে দায়িত্ব পালনকালে তাঁহার
বয়স সত্তর বৎসরের ঊর্ধ্বে
হইবে না,
(খ) সর্বোচ্চ দুই-মেয়াদের
অধিক কোনো
পদে একই ব্যক্তি অধিষ্ঠিত
থাকিবেন না।
(গ)
পদ শূন্য হইবে,
যদি-
(অ)
মৃত্যুবরণ
করেন বা কোনো সময়ে রাষ্ট্রপাতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিয়া থাকেন,
এবং জাতীয় পরিষদে পদত্যাগপত্র গৃহীত হইলে;
(ই)
এই অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী অযোগ্য হইয়া যান;
(ই)
এই অনুচ্ছেদের (২) দফার কোনো উপ-দফা সংঘটিত
হয়;
(ঈ)
অপসারণের প্রস্তাব গৃহীত হইলে;
(উ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে জাতীয় পরিষদের পরপর ২টি সভায় অনুপস্থিত
থাকেন;
(ঊ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে গৌণ সদস্যদের সহিত প্রতি মাসে অন্তত
৩টি সভা আহবান না করিয়া থাকেন;
(ঋ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে প্রতি ৩ মাসে দুই-তৃতাংশ
গৌণ সদস্যদের কর্মক্ষেত্রে অন্তত ১টি পূর্ণকর্মদিবস (৮ঘণ্টা)
এবং প্রতি মাসে প্রতিটি বিভাগীয় অঞ্চলে মোট ১২টি পূর্ণকর্মদিবস (৮ঘণ্টা) তদারকি, সেবা
দাতা ও গ্রহীতার সহিত গণশুনানি সহ দায়িত্ব পালন না করেন (ক্ষেত্র বিশেষ পূর্ণকর্মদিবস
সংখ্যা ভিন্ন হইতে পারে)। অথবা
(ঋ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অধীনস্ত প্রতিটি জেলা এলাকায় বছরে অন্তত ২টি পূর্ণকর্মদিবস
এবং অধীনস্ত উপজেলা এলাকায় ২ বছরে অন্তত ১টি পূর্ণকর্মদিবস তদারকি, সেবা দাতা ও গ্রহীতার
সহিত গণশুনানি সহ দায়িত্ব পালন না করেন (ক্ষেত্র বিশেষ পূর্ণকর্মদিবস সংখ্যা ভিন্ন
হতে পারে)।
(৫) সংসদ কর্তৃক নির্বাচিত গৌণ সদস্য ব্যতীত অন্যান্য গৌণ সদস্য
পদের মেয়াদ ও পদত্যাগ,
(ক) এই সংবিধানের
বিধানাবলী সাপেক্ষে তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসরকাল হইবে, তবে দায়িত্ব পালনকালে তাঁহার
বয়স সত্তর বৎসরের ঊর্ধ্বে
হইবে না,
(খ) সর্বোচ্চ দুই-মেয়াদের
অধিক কোনো
পদে একই ব্যক্তি অধিষ্ঠিত
থাকিবেন না।
(গ)
পদ শূন্য হইবে,
যদি-
(অ)
মৃত্যুবরণ
করেন বা কোনো সময়ে মুখ্য সদস্যের মাধ্যমে রাষ্ট্রপাতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয়
পদ ত্যাগ করিয়া থাকেন এবং জাতীয় পরিষদে পদত্যাগপত্র
গৃহীত হইলে;
(ই)
এই অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী অযোগ্য হইয়া যান;
(ঈ)
অপসারণের প্রস্তাব গৃহীত হইলে;
(উ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে পরপর ২টি সভায় সময় অনুপস্থিত থাকেন; অথবা
(ঊ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে লিখিত টিম সদস্যদের সহিত প্রতি মাসে অন্তত ৩টি সভা
আহবান না করিয়া থাকেন এবং প্রতি মাসে অধীনস্ত বিভাগীয় অঞ্চলে
মোট ১০টি পূর্ণকর্মদিবস দায়িত্ব পালন না করিয়া থাকেন (ক্ষেত্র বিশেষ পূর্ণকর্মদিবসের সংখ্যা ভিন্ন হইতে পারে)।
(ঊ) যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অধীনস্ত প্রতিটি জেলা এলাকায় বছরে
অন্তত ৫টি পূর্ণকর্মদিবস, অধীনস্ত উপজেলা এলাকায় বছরে অন্তত ১টি পূর্ণকর্মদিবস এবং
অধীনস্ত ইউনিয়ন এলাকায় ২ বছরে অন্তত ১টি অর্ধকর্মদিবস (৪ঘণ্টা) তদারকি, সেবা দাতা ও
গ্রহিতার সহিত গণশুনানি সহ দায়িত্ব পালন না করেন (ক্ষেত্র বিশেষ পূর্ণকর্মদিবস সংখ্যা
ভিন্ন হইতে পারে)।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"